XI CLASS ADMISSION SYSTEM(SESSION: 2020-2021)
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ০৯/০৮/২০২০ তারিখ সকাল ৭.০০ টা হতে ২০/০৮/২০২০ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে।
XI Class Admission Circular
সাধারন পদ্ধতিঃ(XI class admission circular-www.xiclassadmission.gov.bd)
আবেদন পদ্ধতিঃ(XI class admission circular-www.xiclassadmission.gov.bd)
১. টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সোনালী ব্যাংক/রকেট এর আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার পর
আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইট-এ (www.xiclassadmission.gov.bd) যেয়ে “Apply online” Button-এ ক্লিক
করতে হবে; এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে
এন্ট্রি দিতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত এচঅ দেখতে
পাবেন।
২. এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় শিক্ষার্থী প্রদত্ত নিজের/অভিভাবকের মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে
কোটা দিতে হবে।
৩. অতঃপর তাকে ভর্তিচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টি
কলেজ/মাদরাসা select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তার সকল আবেদনের পছন্দ ক্রম নির্ধারণ করতে পারবেন।
৪. এরপর আবেদনকারী “Preview application” Button-এ ক্লিক করলে তার আবেদনকত কলেজসমহের তথ্য ও পছন্দ ক্রম
দেখতে পারবেন।
৫. Preview- এ দেখানো তথ্যসমহ সঠিক থাকলে আবেদনকারী “Submit” Button-এ ক্লিক করবেন।
৬. আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তার প্রদত্ত Contact Number-এর মোবাইলে একটি নিশ্চিতকরণ sms
পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড (Security Code) থাকবে। এই Security Code টি গোপনীয়তা ও সতর্কতার
সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।
৭. আবেদনকারী চাইলে তার আবেদনসমহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print) নিতে পারবেন।
(খ) উপরের নির্দেশনা অনযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার
পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার এচঅ দেখতে না পেলে, তাকে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা
দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (টেলিটক/বিকাশ/শিওরক্যাশ / নগদ/সোনালী
ব্যাংক/রকেট) ব্যবহার করেছে তাকে select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পর্বে উল্লেখিত
পদ্ধতিতে অনসরণ করতে হবে।
ফি প্রদান পদ্ধতিঃ (XI class admission circular-www.xiclassadmission.gov.bd)
- নগদ (Nagad Payment System)
- বিকাশ (Bkash Payment System)
- রকেট (Rocket Payment System)
- শিওর ক্যাশ (SureCash Payment System)
- টেলিটক (TeleTalk Payment System)
- সোনালি ওয়েব (Sonali Web Payment System)
- সোনালি ই-সেবা (Sonali eSeba Payment System)
XI CLASS ADMISSION SYSTEM(SESSION: 2020-2021)
XI CLASS ADMISSION SYSTEM(SESSION: 2020-2021)
XI CLASS ADMISSION SYSTEM(SESSION: 2020-2021)
XI CLASS ADMISSION SYSTEM(SESSION: 2020-2021)



0 Comments